শিরোনাম:

দিঘীরপাড়ে প্রতারক শাহ্ কামাল খানের বিরুদ্ধে মানববন্ধন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:০৩
photo

স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দিন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মিজান খানের নামে চাঁদাবাজির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে দিঘীরপাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ী মিজান খানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।

মানববন্ধনে হাজী মোঃ মিজান খান বলেন, “আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও সুস্থ বিচার চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘীরপাড় বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ কাশেম খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মান্নান খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোস্তফা গাজী, ৫নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ হযরত আলী ছৈয়াল, ইউনিয়ন কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন