নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার। স্থানীয়রা জানান, চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে চারদিন ধরে বিএনপির সমর্থক আহমদ নূর ও জামায়াতের কপিল উদ্দিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল এ নিয়ে একাধিকবার সংঘর্ষও ঘটে। মঙ্গলবার রাতে বিএনপির নেতাকর্মীরা চাম্বল বাজারে বিক্ষোভ করলে জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির পক্ষের মিজানসহ বেশ কয়েকজন আহত হন। ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, দুপক্ষের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।