নাজমুল হাসান মুন্সী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বাসচাপায় আরবি ইসলাম (৮) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, ঢাকা-বেতকা পরিবহনের একটি ঢাকাগামী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই মাদরাসা ছাত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিকে খাদে ফেলে দেয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।