শিরোনাম:

নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির অভিযোগ : নাহিদ ইসলাম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১২
photo

নিজস্ব প্রতিবেদক:
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসনের ভেতরের কিছু লোক তথ্য পাচার করছে। এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই।”

তিনি আরও দাবি করেন, নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা দিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের নামের তালিকা প্রকাশ করারও দাবি জানান তিনি।

এদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মীরা।

এসময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

শেয়ার করুন