নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ শহরের লাজ ফার্মায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের বাগমামুদালিপাড়া এলাকায় ফার্মেসিটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন বা সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম এবং মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।