জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বক্তা আমির হামজার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বক্তব্যকে ‘অসত্য’ বলেও উল্লেখ করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে আমির হামজা দাবি করেছেন, তিনি জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি ছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করার ঘটনা প্রত্যক্ষ করেছেন। এছাড়া তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তার কোনো বক্তব্যই সত্য নয়। ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় এবং ওই শিক্ষাবর্ষ থেকেই প্রথম শিক্ষার্থী ভর্তি করা হয়। তাই হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা। এছাড়া আবাসিক হলে ‘মদ’ দিয়ে কুলি করার মতো কোনো প্রমাণও নেই।