শিরোনাম:

সাতক্ষীরার আশাশুনি থেকে ৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:২২
photo

 

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ ৬৮ বোতল নেশাজাতীয় উইনসিরেক্স সিরাপ উদ্ধার করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলা এলাকায় চৌধুরী ব্রিজের নিচ থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়।

আশাশুনি থানার ওসি মোঃ সামসুল আরেফিন জানান, ডিজিএফআই-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ব্রিজের নিচে ফেলে রাখা অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, কে বা কারা এসব সিরাপ নিয়ে এসেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা উদঘাটনের চেষ্টা চলছে। উদ্ধারকৃত সিরাপ থানার হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন