সহিদ সুরুজ লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে বিয়ের প্রলোভনে এক বুদ্ধি প্রতিবন্ধী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৮ বছর বয়সী ওই নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কনকসারের মোকলেছ শেখের ছেলে রবিন শেখ (বিবাহিত ও দুই সন্তানের জনক) প্রতারণার মাধ্যমে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী টানা তিন দিন ধরে অভিযুক্ত রবিন শেখের বাড়িতে অবস্থান করছেন। তিনি সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে দৃঢ় অবস্থান নিলেও অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে বিষয়টি মানতে অস্বীকৃতি জানানো হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই রবিন শেখ পলাতক। তবে তার স্ত্রী স্বীকার করেছেন, “হয়তো ঘটনা ঘটেছে, এখন এটার একটি সমাধান হওয়া দরকার।”
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মাসুদ বলেন, তিনি ভুক্তভোগীকে আশ্বস্ত করেছিলেন যে বিয়ে ও সন্তানের স্বীকৃতির ব্যবস্থা করা হবে। কিন্তু আশ্বাস দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সময়ক্ষেপণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে বিয়ে ও সন্তানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তাদের আশঙ্কা, বিষয়টি দীর্ঘায়িত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, “ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”