শিরোনাম:

লৌহজংয়ে প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১০:৪৭
photo

 

শুক্রবার (বিকেল) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (সৌরভ), কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ও মাসুদ খান।

অতিথিদের স্বাগত জানান বিক্রমপুর প্রেসক্লাব ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম. তরিকুল ইসলাম মাহবুব। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: আসাদুজ্জামান জীবন, লৌহজং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ফারুক আহম্মেদ রফিক, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, কার্যকরী সদস্য রাকিব শেখসহ অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন