ভোলা প্রতিনিধি ॥
ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন সংগঠনটির ভোলা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)। রাকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এবং মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার দুজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ইতোমধ্যে তাদেরকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে।