স্টাফ রিপোর্টার ॥
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রাজধানীর হাজারীবাগ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগের সিকদার পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালবাগ থানা আওয়ামী লীগের কর্মী মো. নুর ইসলাম (৫৬), চকবাজার থানা যুবলীগ কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগ কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন (১৯), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩) ও আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা যুবলীগ কর্মী মানিক দাস (৩০) ও শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগ কর্মী মুসফিকুর রহিম (২৬) এবং নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগ কর্মী ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।
ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আ.লীগ ও অঙ্গসংগঠনের কর্মী সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় আ.লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।