শিরোনাম:

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:৩৭
photo

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় দেশি মদের দোকানে অভিযান চালিয়ে মালিকসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ২৩ বোতল দেশি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর তেমুহনী এলাকার দেশি মদের দোকান এবং মডেল থানা-সংলগ্ন কিশোর কুমার সাহার বাসায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন দেশি মদের দোকানের স্বত্বাধিকারী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং দোকানের কর্মচারী চিদ্রাম চন্দ্র বাছার। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, লক্ষ্মীপুর জেলা সেনা কমান্ডার রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন