শিরোনাম:

লক্ষ্মীপুরে যুবদল নেতা বিল্লাল হোসেন আটক, এলজি অস্ত্র উদ্ধার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:১৮
photo

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক বিল্লাল হোসেন গোপিনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, “অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন