শিরোনাম:

জয়পুরহাটে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক-শিক্ষার্থীদের আন্দোলন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৫১
photo

 


আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শামীমা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষিকা নিয়মিত ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি স্কুলের রুম, মেঝে, দরজা-জানালা ও টয়লেট পরিষ্কার করতেও শিক্ষার্থীদের বাধ্য করেন তিনি। অভিযোগ রয়েছে, পরীক্ষার সময় তিনি নিজের ছেলেকে প্রশ্নপত্র বুঝিয়ে দেন।
এছাড়া প্রধান শিক্ষিকার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানা তাঁর অশোভন আচরণের কারণে বদলি নিয়ে চলে গেছেন। শারীরিকভাবে অসুস্থ আরেক শিক্ষক ফারুকীকেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে, ফলে তিনিও বদলির আবেদন করেছেন।
এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে আন্দোলন শুরু করলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। এ সময় অভিভাবকরা প্রধান শিক্ষিকার অপসারণ বা অবিলম্বে বদলির দাবি জানান।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা মোছাঃ শামীমা আক্তার বলেন,
“আমি কখনো শিক্ষার্থীদের গালিগালাজ করিনি কিংবা তাদের দিয়ে কোনো কাজ করাই না। তবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে কখনো কখনো উচ্চবাচ্য হয়ে যেতে পারে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর ইসলাম জানান,
“বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সমাধানের চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

শেয়ার করুন