শিরোনাম:

মুন্সিগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৪০
photo

 

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপনের লক্ষ্যে জেলার পূজা মণ্ডপগুলোতে প্রস্তুতি চলছে। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দেবী দুর্গাকে বরণ করতে জেলার ৩৫৮টি পূজা মণ্ডপে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রতিমা কারিগররা এসময় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী স্বপন কুমার মোদক জানিয়েছেন, জেলার ৬টি উপজেলায় এ বছর ৩৫৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৫টি, গজারিয়ায় ১০টি, টংগীবাড়িতে ৫২টি, সিরাজদিখানে ১৩২টি, লৌহজংয়ে ৩৪টি এবং শ্রীনগরে ৮৫টি পূজা মণ্ডপে পূজা আয়োজন করা হবে।

রিকাবিবাজার পৌরসভার আখড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবী দুর্গার প্রতিমা নির্মাণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। প্রতিমা কারিগর মানিক পাল জানিয়েছেন, এ বছর তিনি ২১টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসব প্রতিমা পূজা মণ্ডপে নেওয়া হবে, যেখানে রং, শাড়ি ও গহনায় সাজানো হবে।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। ২৭ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে আইনশৃঙ্খলার কোনো ঝুঁকি নেই।

শ্রী স্বপন কুমার মোদক আরও জানিয়েছেন, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় গত বছরের তুলনায় এ বছর ২০টি বেশি পূজা মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন