শিরোনাম:

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার অন্যতম আসামি নৌ-ডাকাত আবুল কালাম গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩৭
photo

 

নিজস্ব প্রতিবেদন: 

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর সহযোগী ও মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আবুল কালামকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার মোল্লাকান্দি এলাকা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, দুটি গুলি, টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আবুল কালামের বিরুদ্ধে মোট ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা, বিস্ফোরক আইনে চারটি, ডাকাতি একটি, চাঁদাবাজি একটি, মাদক তিনটি ও অন্যান্য ১৮টি মামলা।

স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের বরাতে র‍্যাব কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে নয়ন-পিয়াস ও আবুল কালাম বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা এবং নৌযানে চাঁদাবাজি করে আসছিল। গত এক বছরে এসব ঘটনায় গোলাগুলিতে কয়েকজন নিহতও হয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিকেলে গজারিয়া থানা ও গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালালে ডাকাতরা পুলিশের ওপর ককটেল ও গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এর আগে র‍্যাব-১১-এর পৃথক অভিযানে পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

শেয়ার করুন