নিজস্ব প্রতিবেদন:
দেয়ালে পোস্টার লাগানো ও গোপন বৈঠকের পর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কৌশল হিসেবে ব্যবহার করে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ। ১৫ আগস্টকে কেন্দ্র করে এর বহিঃপ্রকাশ ঘটে ১৪ আগস্ট রাতে। এ চক্রটি শহরের প্রাণকেন্দ্র লিচুতলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জাতীয় শোক দিবস উল্লেখ করে বঙ্গবন্ধুর স্মরণে পোস্টার লাগানো হয়। এরপর প্রশাসন তৎপর হয়। কিন্তু প্রশাসন আজও চিহ্নিত করেনি এই চক্রটিকে।তাদের গোপন তৎপরতায় যে কোন সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জটিকা মিছিলসহ নাশকতামূলক কাজ করতে পারে।গনকপাড়া ও পশ্চিম দেওভোগ সড়কে হতে পারে।প্রশাসনের লোকজনকে আগেই সতর্কবার্তা দিয়ে রাখলাম তারা যদি শহরের যে কোনো জায়গায় কোনো প্রকার নাশকতা করার চেষ্টা করে এর দায়ভার আপনাদেরকেই নিতে হবে। আগষ্টে দেয়ালিকার উপর পোস্টার লাগানো হইছিলো আপনারা এখনও এই চক্রের কাউকে খুঁজে বের করতে পারেন নাই। সুতরাং এখন যদি কোনা প্রকার কার্যক্রম করে এর দায়ও আপনাদেরই নিতে হবে।