নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেক দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে পাচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় বেকিং টুলবক্স নামক কেক তৈরির উপাদানের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে সমূদয় টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।