শিরোনাম:

আদমদীঘিতে টাইফয়েড ভ্যাকসিন প্রদাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:০৭
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৯ম শ্রেনির পর্যন্ত পড়–য়া শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা হাসপতাল হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (চলতি দায়িত্বে) শারমীন জাহান বিউটি।

 

আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, ওসি তদন্ত শহিদুল ইসলাম, স্যানেট্যারী পরিদর্শক কামাল হোসেন, মহিলা বিষয়ক বরুন কুমার পাল, প্রধান শিক্ষক প্রদীপ কুমার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান প্রমুখ। 
 

কর্মশালায় আগামী ১২ আগষ্ট থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৯ম শ্রেনির পর্যন্ত পড়–য়া শিক্ষার্থীদের মাঝে রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই টাইফয়েড ভ্যাকসিন প্রদাণ শুরু করা হবে বলে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বী জানান।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি

শেয়ার করুন