অফিস ডেস্ক
মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ ই জানুয়ারী) সন্ধ্যায় ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি উদ্যোগে ভাগ্যকুল মান্দ্রা এডভোকেট রফিকুল আমীন খান বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রফিকুল আমীন খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ইউসুফ রানা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন সরদার,সিনিয়র সহ-সভাপতি মিরাজ হোসেন তানিন,,সহ-সভাপতি সুমন মৃধা, সহ-সভাপতি আব্দুল রশিদ হাওলাদার,যুগ্ন সম্পাদক দিদার বেপারী, সাংগঠনিক সম্পাদক রাজু মোড়ল সহ আরো প্রমুখ।