শিরোনাম:

বিয়েবিচ্ছেদের পর পর্দায় ফেরার সুখবর দিলেন তাহসান

বিনোদন ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৪৭
photo

গত বছরের শুরুতে দ্বিতীয় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দাম্পত্য জীবনে ভাঙনের খবর আসে চলতি বছরের প্রথম মাসেই। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের কয়েক মাস পর থেকেই আলাদা থাকছিলেন তারা। এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে, ফলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তাহসান।

বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত টানাপোড়নের পর এবার ভক্তদের জন্য সুখবর দিলেন এই জনপ্রিয় তারকা। নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন তিনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় পারিবারিক গেম শো’র দ্বিতীয় সিজনে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাহসান খানকে।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, এবারের আয়োজন আরও জমজমাট। প্রশ্নগুলো সারাদেশের ৬৪ জেলা থেকে করা সার্ভের ভিত্তিতে তৈরি, যা যেমন মজার, তেমনি চমকপ্রদও।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলা’র সঙ্গে তাহসানের বিয়ে হয়। তাদের সংসারে কন্যাসন্তান আইরা তাহরিম খান জন্ম নেয়। ২০১৭ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তাহসান। সংগীত ও অভিনয়—দুই মাধ্যমেই তার সফল উপস্থিতি রয়েছে। এমনকি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায়ও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন