শিরোনাম:

ভালুকায় মহাসড়কের পাশে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৪৫
photo

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতের দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় এ মরদেহটি উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। স্থানীয়রা মহাসড়কের পাশে পড়ে থাকা একটি কার্টন দেখে সন্দেহ হলে কাছে গিয়ে ভেতরে নবজাতক দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহেদি মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতকটিকে কার্টনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন