শিরোনাম:

মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৩০
photo

মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। মঙ্গলবার, ১৩ জানুয়ারি এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কিশলয় স্কুল ও মুন্সীগঞ্জ কলেজ পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শিক্ষার মান যাচাই করেন এবং শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও শিক্ষার গুণগত মান আরও উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের গণভোট বিষয়ে অবহিত করা হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসকের এই পরিদর্শন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন