অফিস ডেস্ক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও চোরাই মালামালসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা পশ্চিম পারের খালপাড় এলাকায় মুনসুর সরদারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এহসানুল হক।
সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে , গাজা ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭ হাজার ৬২৪ টাকা,তিনটি মোবাইল, ইজিবাইকের ৩টি ব্যাটারি এবং ৩টি সাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন:
১) মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা: মোঃ আবজাল সরদার, মাতা: মজ্জিনা বেগম
২) মোঃ মুনসুর সরদার (৩৭), পিতা: মৃত আফজাল সরদার, মাতা: মজ্জিনা বেগম
৩) মোঃ আমান সরদার, পিতা: জহির সরদার, মাতা: রিজিয়া বেগম
তিনজনেরই বাড়ি গোয়ালিমান্দ্রা গ্রামে, থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ।
অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।