শিরোনাম:

মুন্সীগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, নির্বাচন ও সড়ক নিরাপত্তায় গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৫০
photo

আজ ১১ জানুয়ারি (রবিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; অধিনায়ক, ১৯ বীর, মাওয়া সেনানিবাস, মুন্সীগঞ্জ; অধিনায়ক, ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ; অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ; যুগ্মপরিচালক, এনএসআই, মুন্সীগঞ্জ; ক্যাম্প কমান্ডার, র‌্যাব-১০, ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ; জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, মুন্সীগঞ্জ এবং জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে এবং গজারিয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত সড়ক দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এসব দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

 

এছাড়া মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়কসহ জেলার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ জোরদারের বিষয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সতর্কভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন