অফিস ডেস্ক
সিলেট ও এর আশপাশের এলাকায় সোমবার ভোররাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ঘটে ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২। মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাঁও এলাকা। সেখান থেকে ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়, যার প্রভাব সিলেট অঞ্চলসহ আশপাশের এলাকায় অনুভূত হয়েছে। তিনি আরও বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো সক্রিয় ফল্ট এলাকায় আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে অবস্থান করা ও আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।