শিরোনাম:

বার্ধক্যজনিত অসুস্থতায় গুরুতর অবস্থায় ওবায়দুল কাদের, কলকাতায় চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১২:৩৭
photo

বার্ধক্যজনিত একাধিক শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

 

সূত্র জানায়, কলকাতার নিউ টাউনের নিজ বাসভবনে অবস্থানকালে তিনি অক্সিজেন সহায়তায় ছিলেন। শুক্রবার তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করলে তিনি চিকিৎসায় সাড়া দিলেও তার অবস্থা এখনো সংকটজনক বলে জানা গেছে।

 

চিকিৎসক দল তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন