সিলেট ও আশপাশে ভোররাতে পরপর দুই দফা ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা


সিলেট ও এর আশপাশের এলাকায় সোমবার ভোররাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ঘটে ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২। মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাঁও এলাকা। সেখান থেকে ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়, যার প্রভাব সিলেট অঞ্চলসহ আশপাশের এলাকায় অনুভূত হয়েছে। তিনি আরও বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো সক্রিয় ফল্ট এলাকায় আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে অবস্থান করা ও আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ