অফিস ডেস্ক
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট এবং কুখ্যাত ‘বুইস্যা বাহিনীর’ প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নগরের চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকা থেকে বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যার বাড়ি ভোলা জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুইস্যা স্বীকার করেছে, সে চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবার এবং কিশোর গ্যাং ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি করে আসছিল।
র্যাব জানায়, তার চাঁদাবাজিতে কেউ বাধা দিলে বুইস্যা নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক অপহরণ করত। পরে অপহৃতদের বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় তার নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে তথাকথিত ‘টর্চার সেল’-এ নির্যাতন চালানো হতো। সেখানে তার একটি গোপন নেটওয়ার্কও ছিল, যার মাধ্যমে আগেভাগেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির খবর পেয়ে যেত বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, শহীদুল ইসলাম ওরফে বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত মোট ৪২টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।