অফিস ডেস্ক
মুন্সীগঞ্জে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযানে গত ৪৮ ঘণ্টায় ডাকাতি, মাদক, পরোয়ানাভুক্ত, প্রিভেন্টিভ ও নিয়মিত মামলায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মামলা/পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিট একযোগে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় নিয়মিত মামলা, মাদক উদ্ধারসহ অন্যান্য মামলায় এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে ৪৮ ঘণ্টায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫২ পিস ইয়াবা, ৭ বোতল বিদেশি ভদকা ও ৪২ ক্যান বিয়ার উদ্ধারসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।