অফিস ডেস্ক
মহান বিজয় দিবসের ছুটির আমেজ কাটতে না কাটতেই মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মেসার্স সাকিব এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মুহূর্তেই দোকানে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করে আতঙ্ক সৃষ্টি করে সে। তবে রুদ্ধশ্বাস ধাওয়ার পর সাহসিকতার সঙ্গে তাকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের তিন সদস্য।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. স্বপন মিয়া (৫০)। তিনি শহরের উত্তর সলামপুর এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে। পুলিশ জানায়, স্বপন এলাকার চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে এর আগেও থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ ভয়ংকর রূপ ধারণ করে স্বপন মিয়া। তিনি হাটলক্ষীগঞ্জ এলাকার ইট-বালু বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স সাকিব এন্টারপ্রাইজ’-এ অতর্কিত হামলা চালিয়ে মালামাল তছনছ করেন। এরপর বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। ঠিক সে সময় সদর পুলিশ ফাঁড়ির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে কনস্টেবল মো. বেনজির ও কনস্টেবল আদনান মেহেদি তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পৌরসভার পিটিআই স্কুলের মূল গেটের সামনে পাকা সড়কে এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে জাপটে ধরে কাবু করা হয়। গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি ধারালো দেশীয় চাপাতি, একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু, একটি বাটাল ও একটি কাঁচি উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।