শিরোনাম:

মাদরাসা শিক্ষকদের এমপিও বিষয়ে নতুন নির্দেশনা জারি

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:২৫
photo

মাদরাসা শিক্ষকদের এমপিও সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। সংশোধিত এমপিও শিট অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুতের জন্য দেশের সকল মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) নতুন করে ইস্যু করা এমপিও শিটের ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করতে বলা হয়। এ বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদফতরের জারি করা এক নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি থাকায় সেটি সংশোধন করা হয়েছে। সংশোধনের পর ১৪ ডিসেম্বর নতুন এমপিও শিট ইস্যু করা হয়। নোটিশে আরও বলা হয়, সংশোধিত এই এমপিও শিট অনুসরণ করেই শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে হবে। পূর্বে প্রকাশিত এমপিও শিট অনুযায়ী কোনো বেতন বিল গ্রহণযোগ্য হবে না। এ নির্দেশনার ফলে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন কার্যক্রমে শৃঙ্খলা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার করুন