শিরোনাম:

মুন্সিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:০১
photo

মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় খতমে শিফা, দরুদ পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাদ আসর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মুন্সিগঞ্জ জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের শীর্ষ নেতৃত্বের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় এ ধরনের ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন