শিরোনাম:

সুইজারল্যান্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জাকির হোসেন সুমন, ইউরোপ ব্যাুরো প্রধান :
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:০০
photo

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুইজারল্যান্ড বিএনপির উদ্যোগে জুরিখে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি, বিএনপি সুইজারল্যান্ড শাখা এ কর্মসূচির আয়োজন করে।

জুরিখ বিএনপির আহ্বায়ক আলামীন সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি আনোয়ার শেখ, সাধারণ সম্পাদক কবীর মোল্লা, গোলাম মোস্তফা, সাইফুল ভুইয়া ও আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেনেভা, লুসান, বার্ন, সলোথর্ন, লুসের্ন ও জুরিখসহ বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন, ভোট প্রদানের প্রক্রিয়া এবং নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

জাকির হোসেন সুমন দেশ আমার টিভি, জাকির হোসেন সুমন, সংবাদ ৫২ টিভি ২৪ ঘন্টা খবর

শেয়ার করুন