অফিস ডেস্ক
ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় বাংলাদেশি অভিবাসীদের জন্য ইতালীয় ভাষা কোর্স ও নাগরিক শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরআইসি একাডেমির তত্ত্বাবধানে এবং স্থানীয় সিটি কাউন্সিল (কমুনে)-এর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।
মেস্ত্রের একটি হলরুমে আয়োজিত সেমিনারে সিটি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট যুসেপ্পে কাসচো। অনুষ্ঠান পরিচালনা ও অনুবাদকের দায়িত্ব পালন করেন আরআইসি একাডেমির পরিচালক রিতু মিয়া।
সেমিনারে অ্যাডভোকেট যুসেপ্পে কাসচো বলেন, অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি ও দৈনন্দিন যোগাযোগ সহজ করতে এ ধরনের ভাষা ও নাগরিক শিক্ষা কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশি অভিবাসীদের প্রয়োজন অনুযায়ী কোর্সটি সাজানো হয়েছে, যাতে তারা ভাষার পাশাপাশি নিজেদের অধিকার ও সামাজিক আচরণ সম্পর্কে সচেতন হতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। কমুনের সহযোগিতায় এই উদ্যোগ বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে অনেকেই কোর্সটিতে নিবন্ধন করেছেন বলে জানানো হয়।
জাকির হোসেন সুমন দেশ আমার টিভি, জাকির হোসেন সুমন সংবাদ ৫২ টিভি ২৪ ঘণ্টা খবর