শিরোনাম:

মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানে

মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৪১
photo

মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন। ৮ ডিসেম্বর, সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার ১৬ ঘর বাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “যদি দলের কেউ চাঁদাবাজি করে, তাকে জনগণ যেন আটকায় এবং আমি সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এমনকি তাকে দল থেকেও বহিষ্কার করা হবে।” এছাড়াও, আসনের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী আব্দুল্লাহ বলেন, “এই আসনটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা একটি সুন্দর নগরী গড়ে তুলতে চাই যেখানে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বাড়বে।” উল্লেখ্য, মুন্সিগঞ্জ ১ আসনটি এক সময় বিএনপির শক্ত ঘাঁটি ছিল, তবে ২০০৪ সালের উপনির্বাচনের পর থেকে এই আসনটি আওয়ামী লীগ ও জোট প্রার্থীদের দখলে চলে যায়। বর্তমানে, গণঅভ্যুত্থানের পর, এই আসনটি আবার বিএনপির কাছে ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

 

শেয়ার করুন