শিরোনাম:

নির্বাচনে আস্থা ফেরাতে নিরপেক্ষতার বিকল্প নেই—মুন্সীগঞ্জে সুজনের গোলটেবিলবৈঠক

স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দিন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:০৫
photo

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য—এ মন্তব্য করেছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আনন্দ কমিউনিটি সেন্টারে সুশাসনের জন্য নাগরিক—সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আলোচনায় সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে সুজন সারাদেশে ১১ দফা সংস্কার নিয়ে কাজ করছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৈঠকে জেলার বিভিন্ন পেশার মানুষ ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মুন্সীগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স। এছাড়া উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, সহ-সভাপতি একেএম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এম জামাল হোসেন মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফ রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকসহ জেলার বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
মোঃ নাছির উদ্দিন দেশ আমারটিভি, মোঃ নাছির উদ্দিন সংবাদ৫২টিভি চব্বিশ ঘন্টা খবর

শেয়ার করুন