অফিস ডেস্ক
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নে অটোগাড়ি ও ব্যাটারি চার্জার চোরচক্র শনাক্ত করার ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীর বাজার তিন রাস্তার মোড়ে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আহত মনোয়ারা বেগম (৪৫), রাবেয়া বেগম (৩০) এবং তাদের পরিবারের সদস্য মহসিনকে দা ও চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে সোহাগ বরকন্দাজ, সুমন মিজি, সুজন গাজীসহ একটি সংগঠিত সন্ত্রাসী দল। হামলার পর রক্তাক্ত অবস্থায় তিনজনকেই স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত পরিবারের সদস্য মহসিন জানান, “সোহাগ, সুজন, সুমনসহ তারা একটি চোরচক্র। এলাকার অটোরিকশা, ব্যাটারি ও চার্জার চুরির সঙ্গে দীর্ঘদিন ধরে তারা জড়িত। ঘটনার দিন তারা আমাদের অটো নিয়ে যাওয়ার সময় দেখে ফেলি। চোর শনাক্ত করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে।”
ঘটনার পর ভুক্তভোগী পরিবার হাইমচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সোহাগ বরকন্দাজকে আটক করেছে বলে জানা গেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ভীতি ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।