মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায়। সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, এবং সাধারণ সম্পাদক জসিম মোল্লা সভার সঞ্চালনা করেন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু হানিফ রানা, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুকবিল হোসেন, নাসির আহ্মেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, অর্থ সম্পাদক রাজ মল্লিক, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক আলিফ হোসেন, প্রকাশনা সম্পাদক দেওয়ান মো: রহমত উল্লাহ, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন মানিক, আবুল কালম, শেখ আসলাম, মো: তরিকুল ইসলাম, অমজাদ হোসেন, নাছির উদ্দিন, রাসেল, মো: আব্দুল্লাহ এবং অন্যান্য সদস্যবৃন্দ। সভায় আলোচনা হয় জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামালের উপর হামলার ঘটনা এবং বিষয়টি কেন্দ্র করে মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা। সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে, বিএনপি নেতা কামরুজ্জামান রতনের সকল প্রচারণার কোনো সংবাদ ক্লাবের মাধ্যমে প্রকাশ করা হবে না।