শিরোনাম:

বরিশালের সদর রোডে প্রকাশ্যে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের ভয়াবহ অবস্থা

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৪০
photo

বরিশাল নগরীর সদর রোড এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড চলাচল করছে। নগরীর সদর রোড সংলগ্ন ফকিরবাড়ি সড়কের প্রবেশমুখে অবস্থিত অসম্পূর্ণ নির্মাণাধীন পাঁচ তলা ভবনে দিনদুপুরে চলছে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন

স্থানীয়রা অভিযোগ করেন, সন্ধ্যার পর ওই ভবনটি রূপ নেয় নিম্নবিত্ত নারীদের মাধ্যমে দেহপসারিণীর আড্ডাখানায়। প্রতিদিন সেখানে ইয়াবা ও গাঁজা সেবনের পাশাপাশি চলে প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক বছর ধরে ভবনটির নির্মাণ কাজ চললেও তা এখনও সম্পন্ন হয়নি। অযত্ন ও অবহেলায় পড়ে থাকা এই ভবনে ছড়িয়ে আছে মদের বোতল, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ময়লা-আবর্জনা।

ভবনের পাশে থাকা পত্রিকা বিক্রেতা কবির হোসেন বলেন,

“এই সিটি কর্পোরেশনের ভবনে দিনরাত গাঁজা সেবন চলে। রাত হলে নেশাগ্রস্ত কিশোর ও যুবকরা বিভিন্ন বয়সী নারী নিয়ে আসে, চলে নানা অপকর্ম।”

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান,

“ওই স্থানে মাদক বা অন্য কোনো অপকর্ম হয়ে থাকলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা ও অভিযান চালাবো।”

স্থানীয়দের অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশন ও প্রশাসনের অবহেলার কারণে ভবনটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

শেয়ার করুন