চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই চলছে গণনা। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভোট-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। মোট ২৩২ পদে প্রার্থী হয়েছেন ৯০৮ জন, অংশ নিয়েছেন ১৩টি প্যানেল।
কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সংসদের ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী এবং ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী ৪৯৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৪৭ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮। ভোট গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। হল সংসদের ফলাফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগের সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা হয় এবং শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাটল ট্রেনের ট্রিপ সংখ্যা ১১ দফা বাড়ানো হয়। এছাড়া ১৫টি বাসও চলাচল করেছে।