মুন্সিগঞ্জ সদর উপজেলায় মরহুম হাজী আ: খালেক মিয়াজী স্মরণে ক্রিকেট টুনামেন্ট
মোঃ সাখাওয়াত হোসেন মানিক :মুন্সীগঞ্জে মরহুম আ: খালেক মিয়াজী স্মরণে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কালিরচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট টুনামেন্টের এ ফাইনাল খেলাটি শনিবার সন্ধ্যার দিকে চরাঞ্চলের শেষ সীমান্তের কালিরচর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম। এ অনুষ্ঠানানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মোঃ গোলাম কিবরিয়া মিয়াজী। ১০ ওভারে টসে এ খেলায় মাঠে ব্যাট করতে নামেন নাইট ফাইটার সংগঠনটি। তারা ৪৫ রানে মাঠ থেকে বিদায় নেন। পরে দ্বিতীয় ধাপে কালিরচর কিং স্টার মাঠে নামলেও তারা খেলায় জয়লাভ করতে পারেনি। এ খেলায় চ্যাম্পিয়ান শীপের বিজয়ের ট্রফি ও ফ্রিজ জিতে নেন নাইট ফাইটার সংগঠনটি। আর রানার আপ হয়ে ট্রফি ও ৩২ ইঞ্চি টিভি জিতে নেন কালিরচর কিং স্টার। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো: মিস্টার মিয়াজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: নিজাম, জেলা বিএনপির সাবেক সদস্য মো: আনিসুর রহমান উজ্জ্বল, সাংবাদিক কাজি নজরুল ইসলাম বাবুল, চরকেওয়ারের ইতালী প্রবাসী দেওয়ান মো: উজ্জ্বল ও এডভোকেট মো: রফিকুল ইসলাম রানা। খেলা পরিচালনা করেন মো: জুয়েল হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন জনি। খেলায় আম্পেয়ারের দায়িত্বে ছিলেন মো: সোহেল রানা। নাইট ফাইটারের অধিনায়কের দায়িত্বে ছিলেন আবু হানিফ। আর কিং স্টারের অধিনায়কের দায়িত্বে ছিলেন রহমত।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো: মিস্টার মিয়াজী। বলেন আমি একা ভালো থাকলে হবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে তাহলেই সমাজ ভালো হবে। আমরা সবাই আজথেকে মাদককে না বলি ও বল ক্রিকেট নিয়ে মাঠে চলি। তাহলেই যুবসমাজ ভালো থাকবে। মাদক এর মতো মরণব্যাদির থেকে দুরে থাকবে খেলা-দুলার জন্য তোমাদের একটা মাঠের প্রয়োজন আছে আজ থেকে তোমাদের খেলা দুলার যাবতীয় দায়িত্ব আমি নিলাম তোমরা জমি দেখ যত টাকা প্রয়োজন হয় জমি ক্রয় করার জন্য তা আমি দেব।