হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি পুড়ে ছাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি
আবু জাহেদ ইসলাম, (প্রতিনিধি) ঠাকুরগাঁও জেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জামুন গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায় একটি বসতবাড়িতে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পানি ও বালির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রীসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহ্বান করেছেন এলাকাবাসী।