কুমো স্বতন্ত্র প্রার্থী: জরিপে মামদানি এগিয়ে

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৫ জুলাই, ২০২৫
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
Sangbad52

কুমো স্বতন্ত্র প্রার্থী: জরিপে মামদানি এগিয়ে

 

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে অ্যাম্বেলিম্যান জোহরান মামদানির কাছে বেদনাদায়ক পরাজয়ের পর নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো থার্ড পার্টি প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। খবর আইবিএননিউজ। আগামী ৪ নভেম্বর ২০২৫,মঙ্গলবার,নিউইয়র্ক সিটির ১১৩তম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে। তাহলে নিউইয়র্ক সিটি একজন চরম বামপন্থীর হাতে পড়বে। উৎকণ্ঠিত সমর্থকদের আহবানে কুমো নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার না করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি কি ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে শোচনীয় পরাজয়ের কারণে এখন নিজের মুখ রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করছেন কিনা, এর উত্তরে কুমো বলেন, ‘আমি দু:খিত যে, আপনাদের হতাশ করেছি। কিন্তু আমাদের সিটির জন্য লড়াই শেষ হয়ে যায়নি। ’ আমার দাদা বলতেন, তোমাকে যখন পরাস্ত করা হবে তখন তা থেকে তুমি শিখবে এবং উঠে আবার খেলায় ফিরে আসবে।’ আমি তাই করতে যাচ্ছি।

সমর্থকদের উদ্দেশ্যে এক চিঠিতে কুমো প্রতিশ্রুতি দেন যে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে যদি দেখা যায় যে র‌্যাংক-চয়েস ভোটে তিনি মামদানির চেয়ে উপরে নেই তাহলে তিনি নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে গুটিয়ে নেবেন। তিনি জোহরান মামদানির অন্যান্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত স্বতন্ত্র মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান পার্টির কার্টিস সিলওয়া, স্বতন্ত্র প্রার্থী জিম ওয়াল্ডেনকেও একই কাজ করতে উৎসাহিত করবেন বলে জানান। এ পরিকল্পনা সম্প্রতি প্রকাশ করেছেন জিম ওয়াল্ডেন এবং সাবেক গভর্নর ডেভিড এ প্যাটারসন ধারণাটিকে গত সপ্তাহে সমর্থন করেছেন।

অ্যান্ড্রু কুমো ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অনেক ডেমোক্রেটের কাছে প্রার্থী হিসেবে পছন্দনীয় ছিলেন। তবে কোনো জরিপেই তিনি মামদানিকে ডিঙ্গিয়ে প্রথম স্থানে উন্নীত হতে পারেননি। বেশিরভাগ নির্বাচনে অংশ নিয়েছিলেন একেবারে শেষ অবধি। তার পক্ষের ধনবান তহবিলদাতারা প্রচারণার জন্য ২২ মিলিয়ন ডলার দান করেছিলেন মামদানির বিরুদ্ধে লড়ার জন্য। একবার এমন মনেও হয়েছিল যে তিনি মামদানিকে প্রাইমারিতে হারিয়ে দিতে যাচ্ছেন। কিন্তু তা ঘটেনি।

নিউইয়ক সিটির স্টেট অ্যাসেম্বলি নির্বাচনী এলাকা কুইন্স থেকে নির্বাচিত জোহরান মামদানি তেমন পরিচিত মুখ ছিলেন না। প্রথম দিকে তিনি পিছিয়েও ছিলেন। কিন্তু দুটি বিতর্কে তার পারফর্মেন্স, সামাজিক মিডিয়ায় তার আকর্ষণীয় প্রচারণাকে পুঁজি করে তার সমর্থকরা মাঠে ময়দানে ছড়িয়ে ভোটারদের হৃদয় জয় করতে চেষ্টা করেছে। তার কর্মসূচিগুলোও সাধারণ ও দরিদ্র মানুষের মনে আবেগ সৃষ্টি করার মতো ছিল। তিনি শেষ পর্যন্ত ক্যুমোকে ১২ শতাংশেরও বেশি পয়েন্টে পরাজিত করেছিলেন। নিউইয়র্ক সিটিতে প্রতি ছয় জন নাগরিকের মধ্যে ৫ জনই ডেমোক্র্যাট এবং প্রাইমারি বিজয়ী হওয়ার অর্থ হচ্ছে চূড়ান্ত বিজয় প্রায় নিশ্চিত থাকা।

কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে বলা যায় যে, প্রাইমারিতে পরাজিত হওয়ার ঘটনাকে কুমো প্রথমে সাময়িকভাবে গ্রহণ করেছিলেন এবং মামদানিকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নভেম্বরে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানান। 

জরিপে এগিয়ে মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন নিয়ে অতিসম্প্রতি পরিচালিত এক জরিপের পরিসংখ্যানে দেখা গেছে জোহরান মামদানি অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। জনমতে অন্যদের সঙ্গে জোহরানের ব্যবধান প্রায় ১৫ শতাংশ। গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত এ জরিপ পরিচালিত হয়। জরিপে তৃতীয় হয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া, চতুর্থ এরিক এডামস ও ৫ম স্বতন্ত্র প্রার্থী ওয়াল্ডেন।


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

প্রধান মন্ত্রীর সাথে…

সোমবার, ২৬ জুন, ২০২৩

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

২৬ জুলাই, ২০২৫
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭