আত্মার ইলাজে জাগুক হৃদয়ের আলো: শুরু হোক নিরব বিপ্লব
শোয়েব হোসেন --
খানকায়ে আহমদিয়া, মোহাম্মদপুর আয়োজিত হচ্ছে দুই মাসব্যাপী একটি ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স। আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ জুড়ে চলবে এ কোর্স, যার মূল লক্ষ্য আত্মার পরিশুদ্ধি, নফসের সংশোধন এবং কাশফ বা আধ্যাত্মিক উপলব্ধির বাস্তব অভিজ্ঞতা অর্জন।