ঠাকুরগাঁওয়ে নদী থেকে ভাসমান জেলের লাশ উদ্ধার
আবু জাহেদ ইসলাম (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে করনাই হাটপাড়া গ্রামে গোরস্থানসংলগ্ন নদীর ঘাট থেকে এক অজ্ঞাত জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার অনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পীরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত ব্যক্তি একজন পেশাদার জেলে। হয়তো মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশটি অনেকক্ষণ ধরে পানিতে ছিল বলে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।
পরিশেষে জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া গোরস্থান নদীর ঘাট থেকে উদ্ধার হওয়া ভাসমান লাশের পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তি হলেন আনারুল ইসলাম (৪৫), পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, আনারুল ইসলাম প্রতিদিনের মতো গতকাল রাতেও মাছ ধরতে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে নদীতে লাশের খোঁজ পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা জানান, প্রাথমিক তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি থানার হেফাজতে নেওয়া হয়েছে।