অফিস ডেস্ক
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। একই মামলায় অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
১৭ নভেম্বর লামা থানায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন মামলাটি দায়ের করেন। নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, অভিযানে বাধা প্রদানকারীরা স্থানীয় বাসিন্দা নন; তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটায় জড়িতদের “পালিত শ্রমিক ও বাহিনী।” পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে ত্রাণ–বিষয়ক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে একটি দল। খবর পেয়ে ইটভাটার মালিকপক্ষের সমর্থকরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেন।
এ সময় ইটভাটার শ্রমিকরা কাফনের কাপড় পরে প্রশাসনের গাড়িবহরের সামনে শুয়ে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, হাজার হাজার শ্রমিকের জীবিকা ইটভাটার ওপর নির্ভরশীল—বিকল্প কর্মসংস্থান না করে ইটভাটা ভাঙতে দেওয়া হবে না।
আপনি চাইলে এ প্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত বা টিভি–স্ক্রিপ্ট ফরম্যাটে তৈরি করে দিতে পারি।