শিরোনাম:

লক্ষ্মীপুরে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৪৬
photo

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে প্রায় ৫শ’ পরিবারের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। “ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের” – এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, তাঁর সালাম এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সালাম পৌঁছাতে তারা জনগণের দ্বারে এসেছেন। তারা আশা প্রকাশ করেন যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং জনগণ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এসময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সহ-সভাপতি রফিক মল্লিক, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদ বেপারী, বিপুল ভূঁইয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজল মাঝি, সাধারণ সম্পাদক আলমগীর মিজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সাকিল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন