অফিস ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী মমিন সাগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী ও সোহেল মৃধা।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আঃ হাই মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল হলো ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের সংগঠন, যা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন, যা পুরো সম্মেলনকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।