শিরোনাম:

অভিনেতা হাসান মাসুদ স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৪৭
photo

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তাঁর মৃদু হার্ট অ্যাটাকও হয়েছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, “বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়, এরপর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া হাসান মাসুদ ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা ছেড়ে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যুক্ত হন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘রঙের দুনিয়া’‘প্রভাতী সবুজ সংঘ’

বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই প্রখ্যাত অভিনেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত ও সহকর্মীরা।

শেয়ার করুন